দুপুরে আলিবাবা থেকে ৩ লাখ মাস্ক পাচ্ছে বাংলাদেশ

২৯ মার্চ, ২০২০ ০৭:৪৪  
৩০ হাজার করোনা টেস্ট কিটের পর আজ রোববার বেলা আড়াইটায় আসছে আলিবাবার সহ-প্রতিষ্ঠাতা জ্যাক মা প্রেরিত ৩ লাখ মাস্ক। ইতোমধ্যে এসব মাস্ক বাংলাদেশের পথে শিপমেন্ট হয়েছে বলে জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস। দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে বলা হয়, জ্যাক মার দেয়া ৩ লাখ মাস্ক রোববার বেলা আড়াইটায় বাংলাদেশে পৌঁছাবে। এর আগে এক টুইটারে এশিয়ার দশটি দেশে মোট ১৮ লাখ মাস্ক এবং দুই লাখ ১০ হাজার কোভিড-১৯ টেস্ট কিট পাঠাবেন বলে টুইট করেছিলেন জ্যাক মা।